১২ই মার্চ বুড়িমারী এক্সপ্রেস ট্রেন উদ্বোধন।

বহুল-আলোচিত বিষয় লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা বাসীর বুড়িমারী স্থলবন্দর এর,বুড়িমারী এক্সপ্রেস  ট্রেন চাই।দীর্ঘদিন ধরে নানান ধরনের জটিলতার কারণে এতো দেরি।কিন্তু এই ট্রেনের জন্য লালমনিরহাট ১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেন এমপি মহোদয় এর কারনেই আজ ট্রেন টি বুড়িমারীতে আসছে,এবং নাম করন করা নিয়েও সকল বাধা পেরিয়ে “বুড়িমারী এক্সপ্রেস”

লালমনিরহাট জেলার অনন্য নিদর্শন ও নিঃশন্দে বলা চলে।কারন আজ থেকে বাংলাদেশের,বুড়িমারী স্থলবন্দর থেকে সরাসরি ঢাকা চলাচল করবে,এবং অর্থনীতিতে আসবে সক্ষমতা।বুড়িমারী স্থলবন্দরের আমদানি ও রপ্তানি আরো সহজ যোগাযোগে কমবে মালামাল ভাড়ার দাম,অন্যদিকে ভারত,নেপাল,ভুটান ভ্রমণেও যাত্রীদের পারাপার হতে পাবে যাতায়াত সুবিধা।

কিন্তু রেলওয়ে বিভাগের কিছু  সমস্যা থাকায় বুড়িমারী এক্সপ্রেস ট্রেন টি মাত্র একটি দিনের জন্য বুড়িমারী স্থলবন্দরে আসছে,আর এটা নিয়েই গণমাধ্যম গুলোতে চলছে নানা রকম আলোচনা সমালোচনা।(কি দরকার ছিল এই একদিনের জন্য আসা,এই ট্রেন আমাদের দরকার নাই,আরো কত কি)এর পর থেকে লালমনিরহাট টু ঢাকা নিয়মিত চলাচল করবে। আর এটাই হয়েছে সমালোচনার কেন্দ্র বৃন্দ।বিভিন্ন সুত্রে জানতে পারি,মোতাহার হোসেন এমপি মহোদয় ও চুপ নেই,বাংলাদেশ রেলওয়ে বিভাগের উর্ধতন কর্মকর্তা আসবেন এবং ওনার সাথে আরো দুইজন সংসদ সদস্য আসবেন,এবং শুভ উদ্বোধন মাধ্যমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।এর পর ওই নিশ্চিতভাবে বলা যাবে।

বিঃদ্রঃ

বুড়িমারী রেলওয়ে ষ্টেশনে রয়েছে অনেক ধরনের সমস্যা।অবকাঠামো থেকে শুরু করে নানান ধরনের জটিলতাও।

সুত্র বার্তা

বুড়িমারী পাটগ্রাম লালমনিরহাট।

১২/০৩/২০২৪ইং

বুড়িমারী এক্সপ্রেস ট্রেন উদ্বোধন।













Design a site like this with WordPress.com
Get started